শাহজালালে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুক্রবার কুয়েত থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে ওই সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা আরো জানায়, চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মো. সেলিম কুয়েত থেকে শুক্রবার সকালে কিউইউ-২৮৫ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলের আগেই বিশেষ নজরদারিতে রাখে। এরপর যাত্রী ৪নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার চারটি লাগেজ খোলা হয়। লাগেজের ভেতর ৪৫০টি কার্টনে ৯০ হাজার শলাকা আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। আটককৃত সিগারেট আমেরিকার তৈরি ৩০৩ ব্র্যান্ডের।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ