১০০ টন ত্রাণ পাঠালো ইউনিসেফ

রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্যে ইউনিসেফের জরুরী ত্রাণ সামগ্রীবাহী প্রথম চালানটি রোববার কোপেনহেগেন থেকে উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছেছে।

প্লেনটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পারিবারিক হাইজিন কিট, স্যানিটারি’সামগ্রী, তারপলিন এবং শিশুদের জন্যে বিনোদনসামগ্রী সহ ১০০ টনের চালান নিয়ে এসেছে।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্যে পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে এ উদ্যেগ গ্রহণ করেছে।

টেকনাফ ও উখিয়ায় প্রায় নতুন আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুসারে, এর মধ্যে ৬০ শতাংশই শিশু। এসব শিশু ব্যাপকভাবে ডায়রিয়া, সর্দি, জ্বরসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ