দুর্গাপূজায় সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব: বেনজীর

সনাতন ধর্মাবল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সারাদেশে সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বনানী পূজমণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাব প্রধান বলেন, আজ ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। সারাদেশের ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাবও নিরাপত্তা দেবে। যেসব এলাকায় র‌্যাবের ব্যাটালিয়ান ও কোম্পানী আছে, সেসকল এলাকায় আমরা নিরাপত্তা দেব। এছাড়াও সারা বাংলাদেশে র‌্যাব সাদা পোশাকে নিরাপত্তা দেবে।

বেনজীর আহমেদ বলেন, পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমরা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব, যাতে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন সারাদেশে ২১ হাজারেরও কম পূজামণ্ডপ ছিল। এখন সেটা বাড়তে বাড়তে ৩০ হাজারের বেশি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘প্রতিমা বিসর্জনের দিন আশুরাও রয়েছে। চ্যালেঞ্জ অনেকগুলো রয়েছে। সেপ্টেম্বর মাসে কোনো না কোনো জঙ্গি গ্রেপ্তারের অভিযান হয়েছে। সেগুলো অনেকগুলো সফলও হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত রয়েছে।’

এ সময় র‌্যাবের অতিরিক্ত পরিচালক আনোয়ার লতিফ খান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খানসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ