নুরুর শরীরে আঘাতের চিহ্ন নেই: ভিপি প্রার্থী শোভন

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুর শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও  ডাকসুর ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। তিনি বলেন, ‘‘আমরা শুনলাম নুরু হাসপাতালে ভর্তি। তাই ল্যাবএইডে এলাম তাকে দেখতে। এসে দেখলাম তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললাম। তিনি জানালেন, ‘(নুরুর) শরীরটটা একটু দুর্বল। কিন্তু তার শরীরে আমরা তেমন কোনো আঘাত পাইনি। সে এসে বলেছে সে একটু ব্যথা পেয়েছে, তাই ব্যথার ইনজেকশন দিয়েছি।’’

সোমবার (১১ মার্চ) ল্যাবএইড হাসপালাতে নুরুকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

নূরু হসপিটালে ভর্তি হয়ে নাটক করেছে বলেও মন্তব্য করে শোভন আরও বলেন, ‘ডাক্তাররা বলছেন সে আঘাত পায়নি। কিন্তু সে নাটক করে এখানে এসে ভর্তি হয়েছে। কেউ যদি মার খায় তাহলে তো তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে তার শরীরটা কিছুটা দুর্বল। হয়তো কাল রাতে ঘুমায়নি। এজন্য দুর্বল হতে পারে।’

সাংবাদিকদের সাথে আলাপ কালে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নুরু, বাম জোটের লিটন নন্দী এরা সবাই মিলে গুজব ছড়াচ্ছেন। তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ছাত্রলীগের নিরঙ্কুশ বিজয় দেখেই একটি কুচক্রী মহল ভোট বর্জন করেছে। বাহিরে পাওয়ার ব্যালট পেপার নকল। হল প্রভোস্টের ছিলের সাথে পাওয়া ব্যালট পেপারের মিল নেই। যাও পাওয়া গেছে হল নির্বাচনের,  কেন্দ্রীয় নির্বাচনের নয়।’ 

এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুর ওপর হামলার অভিযোগ ওঠে। তিনি ছাত্রলীগকে এ হামলার জন্য দায়ী করেন।