রাজধানীতে একপশলা স্বস্তির বৃষ্টি

কয়েক দিন থেকে গরমে হাঁসফাঁস করছিল নগরবাসী। বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সবাই। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে জ্যৈষ্ঠ মাসের অষ্টম দিনে দেখা মিললো সেই কাঙ্ক্ষিত বৃষ্টির। বুধবার ( ২২ মে) সকাল ১০টার দিকে দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির পরিমাণ কম হলেও ঠাণ্ডা বাতাস নগরবাসীর মধ্যে এনে দিয়েছে স্বস্তির আবহ।

বৃষ্টি গরমে হাঁপিয়ে ওঠা নাগরবাসীর মধ্যে প্রশান্তি এনে দিলেও স্বস্তি ছিল না রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে বেশ বিপাকে পড়ে যান পথচারীরা। আশেপাশের দোকানপাট, রাস্তার পাশের যাত্রী ছাউনিতে তাদের অনেককেই আশ্রয় নিতে দেখা যায়।

বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক এলাকায় সৃষ্টি হয় যানজট। তবে বৃষ্টি তীব্র না হওয়ায় জলজট ঘটেনি।