এক মিনিটের ব্যবধানে দেশের তিন শহরে ভূমিকম্প

মাত্র এক মিনিটের ব্যবধানে দেশের তিন শহর ভূমিকম্পে কেঁপে উঠল। শনিবার দিবাগত রাত ১১টা ৩৮ মিনিটে সিলেটে এই ভূকম্পন অনুভূত হয়। তার ঠিক ১ মিনিট পর শনিবার দিবাগত রাত ১১টা ৩৯ মিনিটে ঢাকা ও চট্টগ্রামেও এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এ প্রসঙ্গে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে শনিবার রাত ১১ টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকস্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে।

অপর দিকে ভূমিকম্পে দেশের তিনটি শহর কেঁপে উঠলে আতঙ্কে অনেকে ছুটোছুটি করেন তবে ঘুমিয়ে থাকায় অনেকে টের পাননি। এতে কারো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

Scroll to Top