এবার নতুন আয়োজনে \’বড়লোকের বিটি লো\’ (ভিডিও সহ)

রতন কাহারের লেখা বাংলা জনপ্রিয় আঞ্চলিক গান \’বড়লোকের বিটি লো\’ নিজের গানে ব্যবহার করেছিলেন সঙ্গীতশিল্পী বাদশা। এ জন্য কড়া নিন্দার মুখে পড়তে হয়েছিল তাকে। কারন বাদশা কোন কৃতিত্ব না দিয়েই গানটি ব্যাবহার করেছিলেন। পরবর্তীকালে মিউজিক ভিডিওতে বাদশা অবশ্য রতন কাহারের নাম উল্লেখ করেছিলেন।

এবার কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় নতুন রূপে মুক্তি পেল \’গেন্দা ফুল\’। নতুন করে এর সংগীতায়োজন করেছেন খ্যাতনামা তবলা বাদক বিক্রম ঘোষ। সহযোগিতা করেছে সোনি মিউজিক।

এই মিউজিক অ্যালবামের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং লোকশিল্পী রতন কাহার। তার সঙ্গে গলা মিলিয়েছেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। গানের সঙ্গে নেচেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। বাদশা এবং জ্যাকলিন ফার্নান্দেজের গানটির কিছু দৃশ্যও এই নতুন গানে রাখা হয়েছে।

১৯৭২ সালে রতন কাহারের লেখা এবং ও ঝুমুর তালে সুর করা এই গানটি আকাশবাণীতে প্রথম প্রচারিত হয়। পরবর্তীতে ১৯৭৬ সালে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে প্রচারিত হলে গানটি তুমুল জনপ্রিয়তা পায়।

ভিডিও দেখতে ক্লিক করুন