রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দিয়েছেন। জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ একটি নাশকতার মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি একটি হাজিরার দিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার আবার নির্ধারিত দিনে হাজির হন।

এ সময় আগের হাজিরার দিন উপস্থিত না হওয়ার কারণে আদালত তার জামিন বাতিল করেন। এ সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ তাকে আদালতের হাজতে নিয়ে যায়।

পুলিশ পরিদর্শক আবদুর রফিক বলেন, আবু সাঈদ চাঁদ এখন কোর্ট হাজতেই আছেন। বিকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।উল্লেখ্য, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের প্রায় দুই ডজন মামলা এখন আদালতে বিচারাধীন।