মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৬

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে গত ১২ নভেম্বর রাতে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-২।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য জানান।

শিহাব করিম বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়।

এরই ধারাবহিকতায় গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এদিন দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা করা হয়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে র‌্যাব ছয়জনকে গ্রেফতার করে।

Scroll to Top