জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নেই রওশনপন্থিরা

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহ-৪ ফাঁকা রেখে মোট ২৮৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল সোমবার বনানী কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। রওশনপুত্র রাহগীর আল মাহি এরশাদ সাদসহ তাঁর অনুসারীদের নাম নেই তালিকায়। অনুসারীদের মনোনয়ন না দিলে ক্ষুব্ধ রওশন আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুন্নু বলেন, ময়মনসিংহ-৪ আসনটি রওশন এরশাদের জন্য খালি রাখা হয়েছে। তার সম্মানার্থে এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদপত্নী রওশনের দ্বন্দ্ব আছে। এর জেরে জাপা থেকে কোনো মনোনয়ন ফরম তিনি কেনেননি। দলীয় সূত্রে জানা গেছে, রওশন এরশাদ নিজের পাশাপাশি তার পুত্র সাদ এরশাদ এবং ডা. কে আর ইসলামের জন্যও মনোনয়ন ফরম চেয়েছিলেন।

নাম ঘোষণার পর দেখা গেল, রওশনের জন্য একটি আসনে নাম ঘোষণা করা না হলেও তার পুত্র বর্তমান সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ ওরফে সাদ এরশাদের আসনে (রংপুর-৩) মনোনয়ন দেয়া হয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে। ঢাকা-১৭ আসনের প্রার্থীও তিনি।

Scroll to Top