যানবাহনে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল অবরোধ ডেকে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন নিয়ে যানবাহনে অগ্নিসংযোগ করছে, এটা তো আসলে কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি আজ মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। কিন্তু অবরোধ ডেকে তারা ঘরে বসে ভাড়া করে লোক দিয়ে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা করছে।

এভাবে ভাড়া করা লোক দিয়ে আগুন ও ককটেল নিক্ষেপ করা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। তাদের এসব কর্মসূচি সাধারণ মানুষ মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে।

Scroll to Top