একতরফা ভুয়া নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : মঈন খান

রাষ্ট্র শক্তির ব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি অবজারভার- এ সবকিছু দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের একতরফা নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

একই সঙ্গে তিনি এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষ গতকাল এই সরকারকে বর্জন করেছে। তারা শুধু ভোট বর্জন করেনি, গতকাল তারা যে কাজটি করেছে তারা বিদ্যমান আওয়ামী লীগের এই একদলীয় বাকশাল সরকারকে বর্জন করেছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘বিভিন্ন মিডিয়াতে দেখেছেন ভোটের কেন্দ্রের সামনে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে। স্কুল ছাত্র, এমনকি শিশুরাও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এসব আমরা দেখতে পেরেছি। সুতারাং এদেশের মানুষ বিশ্বাস করে বর্তমান একদলীয় বাকশালি সরকারের অধিনে কোন ভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ভোট ডাকাতি আর ভোট জালিয়াতি।’

তিনি জানান, ডামি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি ও সমমনা দল। নতুন করে বড় কোনো কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গণসংযোগ অব্যাহত রাখবে এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করবে।

Scroll to Top