বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী

এবারের সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত দেশের লুট করা টাকা খরচ করে বিদেশের কিছু কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বার বার দেশের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। ২০২৪ সালের নির্বাচনেও তারা দেশের লুট করা টাকা খরচ করে বিদেশের কিছু কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে জনগণের কষ্ট ও প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।এ সময় তিনি বার মার্কিন সিনেটরের চিঠি লেখা প্রসঙ্গে বলেন, তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেশের জনগণকে অপমান করার চেষ্টা করেছিল।

আনিসুল হক বলেন, দেশের উন্নয়ন ও জনগণের সুখ সহ্য হয় না বলেই দেশের কিছু জনবিচ্ছন্ন মানুষ বিদেশিদের দিয়ে চিঠি লেখায়। কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানির সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ দলীয় নেতাকর্মীরা।

এ দিকে গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশস্থলে যোগ দেন।

Scroll to Top