দেশে ভারতের আধিপত্য রুখতে তাদের সকল পণ্য বয়কট করতে হবে: নুর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভারতের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বললেন, দেশে ভারতের আধিপত্য রুখতে তাদের সকল পণ্য বয়কট করতে হবে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ তিনি এই অভিযোগ করেন। এ সময় বাংলাদেশে ভারতের আগ্রাসন ও আধিপত্যের অভিযোগ এনে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন ডাকসুর এই সাবেক ভিপি।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, ‘রাস্তায় সরকারদলীয় লোকদের চাঁদাবাজির কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ছে। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বেড়ে চলার দায় সরকারের।’

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ বিরোধী নেতাকর্মীদের জেল–হাজতে আটকে রেখে আদালত অবিচার করেছে বলেও মন্তব্য করেন নুর।

বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সরকার বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করছে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে গণঅধিকার পরিষদ রাজপথে সক্রিয় আন্দলোনের গড়ে তুলবে।’