বিএনপির ভাবনায় শুধুই নির্বাচন

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাবনায় এখন শুধুই নির্বাচন। দলটি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে সোচ্চার। এই লক্ষ্যে বিএনপি তার সাংগঠনিক শক্তি সংহত করছে। সরকারের ওপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে দলটি। দ্রুত নির্বাচনে বিএনপির দাবির পক্ষে সমমনা রাজনৈতিক দলগুলোও পাশে এসে দাঁড়িয়েছে। দলটির নেতারা বলছেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে ব্যাপকভিত্তিক সংস্কার না করে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন, আপাতত সেটুকু সংস্কার করুক।

তাঁরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সংকট ক্রমশ বাড়বে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ নেই। আর এই সংস্কারকাজ শেষ করে জুলাই মাসের মধ্যেই ভোট করা সম্ভব। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র মনে করে, যারা একসময় মাইনাস টু-এর ষড়যন্ত্রে ছিল, তারা এখনো তৎপর। এবার তাদের টার্গেট বিএনপিকে মাইনাস করা। সে কারণে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘১৮ কোটি মানুষের প্রত্যাশা বিবেচনায় এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবে, এমনটাই প্রত্যাশা করি।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অহেতুক সময় নষ্ট করা উচিত হবে না।

বিএনপি নেতৃত্ব মনে করেন, এক-এগারোর সময় ক্ষমতাসীনরা দুই নেত্রীকে (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) মাইনাস করতে কিংস পার্টি গঠন করেছিল। যদিও শেষ পর্যন্ত সেটি সফল হয়নি। এবারও সে রকম চক্রান্ত থাকতে পারে বলে রাজনৈতিক মহলে শঙ্কা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে বিএনপি চাইছে সম্ভাব্য কিংস পার্টি গঠনের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা হলে সব দল নির্বাচনি কার্যক্রমে ব্যস্ত হয়ে যাবে। ফলে এক-এগারোর ভয় অনেকটাই কেটে যাবে।

Scroll to Top