আওয়ামী লীগের আমলে ছাত্র রাজনীতি আতঙ্কের নাম ছিল: শিবির সভাপতি

আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র রাজনীতি বাংলাদেশে এক আতঙ্কের নামে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর ৭১ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছিল। স্বৈরাচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন।’

বাংলাদেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দেয়ার দাবি জানিয়েছেন জাহিদুল ইসলাম। সেইসঙ্গে বিএনপি-জামায়াতসহ সব দলকে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন শিবিরের বর্তমান ও সাবেক নেতারা। শিবির সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলাকে ফ্যাসিবাদী উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলামসহ সব সাবেক ও বর্তমান শিবির সদস্যের মুক্তির দাবি তোলেন তারা।

Scroll to Top