অপারেশন ‘ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন ফখরুল

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন পরে সরকারের বোধোদয় হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে ফখরুল বলেন, খালেদা জিয়া ভালো আছেন, তার চিকিৎসা চলছে।

এসময় শেখ হাসিনার পাতা ফাঁদে কাউকে পা না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার (হাসিনা) পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। আমাদের খুব সাবধানে থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

এদিকে প্রশাসনের ভেতর স্বৈরাচারের দোসর রেখে ‘ডেভিল হান্টের’ নামে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

ফারুক বলেন, ‘প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের বিষয়ে ফারুক বলেন, ‘৩২ নম্বরসহ যত স্মৃতি বিজড়িত বাড়িই হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুমখুনের নির্দেশ দেয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে।’

Scroll to Top