নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

জনবান্ধব সরকার গড়তে তরুণদের চাওয়া জানতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ কর্মসূচি ঘোষণা করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামায়াত-এনসিপিতে। এরপর তিনি ঘোষণা করেন নতুন কর্মসূচি।

আবদুল মোনায়েম মুন্না জানান, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ হবে ৯ ও ১০ মে, খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি ১৬ ও ১৭ মে, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি ২৩ ও ২৪ মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় ২৭ ও ২৮ মে পালিত হবে চতুর্থ কর্মসূচি।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

Scroll to Top