রাজস্ব আয়ের সঙ্গে প্রস্তাবিত বাজেটের সামঞ্জস্য নেই: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের সঙ্গে রাজস্ব আয়ের কোনো সামঞ্জস্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২ জুন) বাজেট ঘোষণার পর এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বিগত সরকার বাজেটের আকার যেভাবে বাড়িয়েছিল, তার সঙ্গে রাজস্ব আয়ের কোনো সম্পর্ক ছিল না। অন্তর্বর্তী সরকারও আগের সরকারের পথেই হেঁটেছে।

বাজেট আকার আগের তুলনায় কিছুটা ছোট হওয়ার বিষয়ে তিনি বলেন, আগের থেকে আকার কিছুটা ছোট হলেও রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ হয়নি।

তার মতে, বাজেটের আকার আরো ছোট হওয়া দরকার ছিল।

অন্তর্বর্তী সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বরাদ্দের কথা বলেছে।

Scroll to Top