বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছে-তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে। বিগত ১৭ বছর আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। এই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মেশাতো দূরের কথা, তাদের চেহারাও দেখা পাপ।
গতকাল রবিবার (২২ জুন) দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে— তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন- দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া প্রমুখ।