রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক তৎপরতায় সরকার ব্যর্থ: ফখরুল

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্চার হয়ে রুখে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও বাংলাদেশের আশ্রয়ের দাবিতে এক বিশাল মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। সরকার কূটনৈতিক তৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি