কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞরা আসছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে।

রোববার (৩ মার্চ) বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। তারা এসে সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দেখার পর সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

রোববার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় তাকে।

এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরকে দেখতে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Scroll to Top