\’বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা\’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা।

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, \’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। এটাই বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের অঙ্গীকার।\’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ পরিসরে উদযাপন করতে আওয়ামী লীগ ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, \’আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ পরিসরে উদযাপন করতে চাই।\’

এ লক্ষ্যে পৃথিবীর বড় বড় কবি-সাহিত্যিকদের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে হাজির করতে আওয়ামী লীগ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

Scroll to Top