বিশ্বের প্রথম হিজাবি স্কেটার জাহরা লরি ফোর্বস ম্যাগাজিনে

জাহরা লরি যিনি একজন সংযুক্ত আরব আমিরাতের স্কেটার। আর তিনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশ্বের প্রথম হিজাবি স্কেটার হিসেবে ফোর্বস ম্যাগাজিনে নিজের নাম লিখিয়েছেন। তিনি ম্যাগাজিনটির শীর্ষ ৩০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন। মধ্যপ্রাচ্যের আবুধাবিতে এই তরুণী জন্ম ও বেড়ে ওঠা।

ইতালিতে অনুষ্ঠিত ২০১২ সালের ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নেওয়ার সময় বিচারকদের বাধার মুখে পড়েন তিনি। বেশ আলোচনার জন্ম দেয় বিষয়টি সে সময়ে। ক্রীড়া পোশাক নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এ ঘটনার পর হিজাব বান্ধব স্কেটিং ড্রেস তৈরি করে সমস্যার সমাধানে ভূমিকা রাখে।

জাহরা লরি ২০১৭ সালে আন্তর্জাতিক আসরে প্রথম নারী হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন। জাহরা লরি বলেছেন, আমি বিশ্বকে দেখাতে চেয়েছি মুসলিম নারীরাও কোনো অংশে কম যান না। মুসলিম নারীদের অনুপ্রেরণা দিতেই হিজাব পরে স্কেটিং করছেন বলে জানান তিনি। অতঃপর তার নাম চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ নারী নেত্রীর তালিকায় উঠে এলো।