সিঙ্গাপুর থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে বেড়েছে ভিড়

সিঙ্গাপুরে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ভিড় বেড়েছে আগের চেয়ে বেশি। দেশে টাকা পাঠানোর জন্য এখন দেশীয় বিভিন্ন ব্যাংককেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারা।

গত রবিবার সিঙ্গাপুরে সাপ্তাহিক বন্ধের দিনে অগ্রণী এক্সচেঞ্জে গিয়ে দেখা গেছে, দেশে টাকা পাঠাতে প্রবাসীরা লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জের সিইও শরিফুল ইসলাম জানান, সরকারের ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে প্রবাসীরা আগের তুলনায় ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য বেশি আগ্রহী হয়ে উঠেছেন। প্রবাসীদের ভিড়ের কারণে তিনি নিজেও ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।

Scroll to Top