ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা। করোনায় মৃতদের তালিকা করারও চেষ্টা করছেন সংবাদকর্মীরা। ধারণা করা হচ্ছে প্রায় ৯০ জন বাংলাদেশির এই মহামারিতে মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইপ্সউইসের বাসিন্দা কবির আহমদ। তিনি গত ১২ এপ্রিল নিজ ঘরে ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। তার দেশের বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে।

করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু হয়েছে শাহ আলাউর রহমান (আলাউদ্দিন)। ইলফোর্ডে বেনটন রোড়ে বাসিন্দা আলাউদ্দিন গত ১২ এপ্রিল রবিবার লন্ডনের রমফোর্ডের কুইন্স হাসপাতালে তার মৃ্ত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পাল গাও জাওয়ায়। তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি সুনামগঞ্জের ফিমেইল একাডেমির উন্নয়নে অবদান রেখে গেছেন।

Scroll to Top