মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হকের মৃত্যু

মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের প্রধান চিকিৎসক ডা. ইমদাদুল হক (৭৯) মারা গেছেন। রোববার সকালে নগরীর বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. ইমদাদুল হক রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষক। তিনি লায়ন্স আই হসপিটাল এবং রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের প্রধান মেডিকেল অফিসার হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

Scroll to Top