ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নাটোরের লালপুরের কদচিলান ইউনিয়নের গুদারা গ্রামে শমসের আলী প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই ও ছোট ভাইয়ের ছেলে।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে পারিবারিক ঝগড়ার এক পর্যায়েতাকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক পেটানো হয়।

গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ছোট ভাই, ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে পলাতক রয়েছে।

নিহত শমসের আলী, মৃত আনছার আলী প্রামাণিকের ছেলে। কদমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাম্মৎ আরবাজান জানান, শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টার কিছু সময় আগে বড়ভাই শমসের আলীর ছেলে জাকির হোসেন পারিবারিক ঘটনায় তার নিজ বউকে মারধোর করে। এ সময় চাচা মাহাতাব আলী প্রামাণিক (৫০) ও তার ছেলে মামুন আলী (২৫) বউকে মারধোর করার প্রতিবাদ করলে বড়ভাই শমসের আলী ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এসময় দুই পরিবারে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই ও তার ছেলে কাঠের বাটাম দিয়ে বড়ভাইকে বেধড়ক পেটালে বড় ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় শমসের আলী প্রামাণিক (৫৫)এর ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দায়ের করে নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে