ওরা আক্রমণে এলে আমরাও জবাব দেবো: মাশরাফি

‘বিশ্বকাপে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। গেল ম্যাচটা জিতলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে আমরা প্রথম তিনটা ম্যাচ খেলছি, এ কন্ডিশনে যারা সবচেয়ে বেশি মানানসই তাদের সঙ্গে। তাই কাজটা কঠিন। তবুও আমরা চেষ্টা করবো। আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। আমরাও প্রস্তুত। ওরা আক্রমণে এলে আমরাও জবাব দেবো।’

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকদের এমনটিই জানানেল টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তোজা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে লড়াই করে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম বাংলাদেশ।

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় পয়মন্ত ভেন্যু কার্ডিফে ইংলিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এদিকে কার্ডিফের আকাশে শুক্রবার প্রবল বৃষ্টিপাত হয়েছে। শনিবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির কারণে শুক্রবার মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলোয়াড়েরা। বৃষ্টির কথা মাথায় রেখে বাড়তি পেসার নেয়ার পরিকল্পনা করছে ইংলিশরা। তবে টাইগারদের পরিকল্পনা খোলাসা করেননি ম্যাশ।

মাশরাফি বলেন, ‘২০১৭ সালে এখানে আমাদের স্পিনাররা বড় ভূমিকা পালন করেছিল। বিশেষত স্লগ ওভারে। এবার এখানে আমরা ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছি। তখনও স্পিন ভালো ছিল। ইংল্যান্ডের পরিকল্পনা বড় রান করা। আমাদের লক্ষ্য বড় প্রতিরোধ গড়ে তোলা।’

টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই। তাদের উইকেট তুলে নিতে পারলে চাপ সৃষ্টি করতে পারবো। শেষ দুই ম্যাচে আমরা যা করেছি, সেভাবে করবো। চেষ্টা থাকবে সেরা পরিকল্পনা করে মাঠে নামার।’

ইংল্যান্ড ফেবারিট হলেও নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ জয় সম্ভব বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘খুবই স্বাভাবিক স্বাগতিকরা নিজেদের ফেভারিট ভাবছে। ভাবছে এ বছর তারাই ট্রফি নেবে। তারা এখন সেরা দল। তাদের সেরা ভাবাটা অস্বাভাবিক কিছু না। তবে এর মানে এই না, আমরা নিজেদের ছোট ভেবে মাঠে নামবো। আমরা জানি, সবকিছু ঠিকঠাক করতে পারলে এ ম্যাচ জিততে পারি। টুর্নামেন্টের সেরা দলের সঙ্গে খেলতে নামছি। আমরা তাদের সঙ্গে পারবো না- এটা কখনোই ভাবছি না।’

ইংলিশদের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে সতীর্থদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান মাশরাফি।

লেটেস্টবিডিনিউজ/ এসবিএন