শ্রীলঙ্কা যাচ্ছেন শফিউল

প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এর মধ্যেই দলে অন্তর্ভূক্ত হয়েছেন শফিউল ইসলাম। সোমবার শফিউলকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলের সঙ্গে যোগ দিতে বুধবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

বিসিবি আগে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একজন বাড়তি পেসারকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কায় নাকি খুব গরম। টিম ম্যানেজমেন্ট বাড়তি একজন পেসার চেয়েছে। তাই শফিউলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া আমরা দল দিয়েছি ১৪ জনের। বাড়তি আরেকজনের জায়গা তো খালি ছিলই।

শফিউল ২০১৬ সালের অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলেছেন। এরপর কয়েকবার দলে ডাক পেলেও একাদশে আর নামানো হয়নি তাকে।

Scroll to Top