হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ

চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তাই হেডিংলিতে খেলা হচ্ছে না সিরিজের প্রথম ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের। আজ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই তথ্য নিশ্চিত করেছে।

চলমান সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করেন স্মিথ। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জোফ্রা আর্চারের বল হেলমেটে লাগলে আঘাত পান তিনি। ব্যক্তিগত ৮০ রানে আঘাত পাওয়ার পর ফের মাঠে নেমে ৯২ রান করেন। তবে ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর খেলতে পারেননি। তার পরিবর্তে মারনাস লাবুশানে খেলেন দ্বিতীয় ইনিংসে। তার ৫৯ রানের সুবাদে লর্ডস টেস্ট ড্র হয়।

সোমবার স্মিথের শারিরীক অবস্থার আরও অবনতি হয়। সকালের দিকে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে জ্ঞান ফিরলেও ঝিমুনি ভাব থেকে যায়। গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিম চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণের পর হেডিংলি টেস্টে স্মিথের খেলার বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানায়। পর্যবেক্ষণের পর হেডিংলিতে স্মিথের না খেলার বিষয়টি আজ তারা নিশ্চিত করেছে।ইত্তেফাক

Scroll to Top