আজ ফাইনালে মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্ব ও ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তারপরই পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বাকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং সে সঙ্গে ফাইনালও নিশ্চিত করে থাইল্যান্ডের মেয়েরা।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশ চার উইকেটে হারায় আইরিশ মেয়েদের। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ও সেমিফাইনাল জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের মূল আসরে নিজেদের খেলা নিশ্চিত করে ফেলেছে। সেমিফাইনালে তারা নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে।

২০২০ সালে অনুষ্ঠিত হবে মেয়েদের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটি শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে আট মার্চ। এই নিয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Scroll to Top