করোনার মরন ছোবলের শিকার ইংলিশ ফুটবলার হান্টার

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কাছে হেরে গেলেন বিশ্বকাপজয়ী ফুটবলার। নিহত ফুটবলার লিডস ইউনাইটেড কিংবদন্তি নরমান হান্টার। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর গত শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয় হান্টারকে। এক সপ্তাহ পর না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ইংলিশ ডিফেন্ডার।

হান্টারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে লিডস ইউনাইটেড। ইংলিশ ফুটবল ক্লাবটি জানায়, ‘হান্টারের মৃত্যু এক বিশাল শূন্যতা তৈরি করেছে ক্লাব ও তার পরিবারের মধ্যে। লিডস ‍বিবৃতিতে আরও জানায়, ‘তার (হান্টার) অবদান কখনও ভোলার নয়। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও তার বন্ধুদের সহমর্মিতা জানাচ্ছি।’

হান্টার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে খেলেছেন দীর্ঘ ১৫ বছর। এল্যান্ড রোডের হয়ে অংশ নেন ৭২৬ ম্যাচে। দুটি লিগ শিরোপাও জেতেন এই ফুটবল কিংবদন্তি। ১৯৭৫ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালেও খেলেন হান্টার।

এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। সাবেক লিডস তারকা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে গোল করেছেন ২টি।