না ফেরার দেশে হকি তারকা এহতেশাম সুলতান

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় এবং কোচ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এহতেশাম সুলতান। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয় (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিকেল ৩টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এহতেশাম সুলতানের নামাজে জানাজা হবে।

জানা গেছে, লিভার ক্যান্সারে ভুগছিলেন জাতীয় দলের সাবেক এ কোচ। এহতেশাম সুলতানের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Scroll to Top