নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চান তামিম

চলতি মাস থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টাইগাররা এই সফরে ৩টি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

উল্লেখ্য, ঠিক দুই বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরেই ভয়াবহ এক সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটররা। ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দু\’টি মসজিদে জুম্মার দিনে মুসল্লিদের উপর গুলীবর্ষণ করেছিল ব্রেন্টন ট্যারেন্ট নামে একজন অস্ট্রেলিয়ান সন্ত্রাসী। এতে মারা গিয়েছিলেন ৫১ জন। ক্রাইস্টচার্চে টেস্ট না খেলেই দেশে ফিরেন ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলার মুখে না পড়লেও তামিমরা ভয়াবহতা দেখেছিলেন কাছ থেকে। সেবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও সরকারের প্রচেষ্টায় দেশে ফিরে আসেন টাইগাররা।

গতকাল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কৃতজ্ঞতা প্রকাশ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের প্রতি। এ সময় স্পিন-বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির দলের সঙ্গে যোগ দেওয়ার কথাও জানান তিনি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আর্ডাননের উদ্দেশে তামিম বলেন, \”নিউজিল্যান্ড খুবই সুন্দর দেশ এবং দেশটির মানুষজনও বেশ চমৎকার। এই নিয়ে আমি এখানে চার বা পাঁচবারে জন্য এলাম। আমার উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, ঐ কঠিন সময়ে উনি যেভাবে এগিয়ে এসেছিলেন তার জন্য সতিই প্রত্যেক বাংলাদেশি উনার প্রশংসা করেছেন। উনি অসাধারণ কাজ করেছিলেন। আমার যদি উনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়, ব্যক্তিগতভাবে আমি উনাকে ধন্যবাদ জানাবো।\”

এদিকে, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য তামিম ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশের অধিকাংশ সদস্য ঢাকা ছাড়ার আগে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন।

করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে দূরদর্শী ভূমিকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উচ্ছ্বসিত প্রশংসা করে তামিম বলেন, \”কোনো একটা পর্যায়ে সবাইকেই টিকা নিতে হবে। আমাদের দেশ অসাধারণ কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রী সত্যিই দূরদর্শী। অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। অসাধারণ কাজ করেছেন তিনি। জাতি হিসাবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু আমরা ক্রিকেটাররাই নই, সাধারণ মানুষও বিনামূল্যে টিকা পাচ্ছে। বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত। আমি নিশ্চিত, অন্যান্য দেশও আমাদের অনুসরণ করবে। সবাইকে টিকা নিতে হবে। আমি নিজেও প্রথম ডোজ নিয়েছি। খারাপ লাগেনি। দারুণ ছিল সবকিছু।\”

Scroll to Top