এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানের শীর্ষে উঠলো পিএসজি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিওঁকে ৪-২ ব্যবধানে উড়িয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। গতকাল রবিবার প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে একটি করে গোল করেন আনহেল দি মারিয়া ও দানিলো পেরেইরার। আর এ ম্যাচেই চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরলেন নেইমার।

এদিন ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। মার্কো ভেরাত্তির জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর ছয় গজ বক্সের কোণায় বল পান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বাঁ পায়ের নিচু শটে বল লোপেসের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়। পরে ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রেসনেল কিম্পেম্বের ক্রসে ডি-বক্সে মার্কিনিয়োসের হেড পাসে প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন দানিলো।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে পিএসজি। দ্বিতীয় মিনিটে ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন ডি মারিয়া। ম্যাচের ৫১তম মিনিটে একাম্বির শট ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। পরক্ষণেই ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ভেরাত্তির পাস ধরে এগিয়ে ডি-বক্সের মাথা থেকে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান কমায় লিওঁ। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি।ব্রাজিলিয়ান তারকা নেইমার এমবাপ্পের বদলি হিসেবে ৭০তম মিনিটে মাঠে নামেন। তবে নির্ধারিত সময়ের নয় মিনিট বাকি থাকতে আরেকটি গোল শোধ করেন মাক্সওয়েল।