জাতীয় লিগে নাসিরের অষ্টম সেঞ্চুরি

জাতীয় লিগের শুরুতেই দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখালেন মাঠের বাইরের ঘটনায় আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। লিগ শুরু হওয়ার আগের দিন বলেছিলেন, এবারের আসরে তিনি ৮০০ থেকে ১০০০ রান করতে চান। গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ সকালেই তিন অংক ছুঁয়ে ফেলেছেন। এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রংপুর বিভাগের বিপক্ষে ৩৬৫ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে রংপুরের ব্যাটসম্যানরাও একের পর এক ব্যর্থতার পরিচয় দেন। সবার বিপরীতে দাঁড়িয়ে একাই দলের হাল ধরেন নাসির। শতক পূরণ করতে নাসিরের লেগেছে ২২০ বল।

দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি, বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড ১১৬ রানে। ইনিংসে ১১টি চারের সঙ্গে আছে ৪ ছক্কা। প্রথম ইনিংসে ঢাকার ৩৬৫ রানের জবাবে রংপুর করে ২৩০ রান।

জাতীয় লিগ শুরুর আগের দিন তিনি সংবাদমাধ্যমকে বলেন, “এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা ১০০০ রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।”