ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষে চান নেইমার, সেমিতে আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটাবেন

ব্রাজিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। গেল আসরে পেরুকে হারিয়ে শিরোপা জিতেছিল সেলেসাওরা। চলতি আসরেও সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে পা দিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। তবে গত আসরে ইনজুরির কারণে দলে না থাকলেও চলতি আসরে দলের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবার লক্ষ্য শিরোপা নিজেদের ঘরে রেখে দেওয়া।

তবে নেইমার শিরোপা লড়াইয়ে লিওনেল মেসিদের আর্জেন্টিনাকেই প্রতিপক্ষে হিসেবে দেখতে চান। এজন্যে দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেসিদের সমর্থন দিতে চান নেইমার। এরপর চির প্রতিদ্বন্দ্বী হারিয়ে শিরোপা জিততে মুখিয়ে আছেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার ভোরে রিও ডি জেনেরিওর অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে তিতের শিষ্যরা। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা নির্বাচিত হন নেইমার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নেইমার বলেন, ‘আমি আর্জেন্টিনাকেই চাই, ওদের হয়েই গলা ফাটাব (দ্বিতীয় সেমি-ফাইনালে)। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং ওদের সঙ্গে ফাইনালে ব্রাজিলই জিতবে।’

পেরুর বিপক্ষে পুরো ম্যাচে নজর কেড়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলের শৈল্পিকতায় মুগ্ধ করেছেন ফুটবল ভক্তদের। তবে গোল করতে না পারলেও লুকাস পাকুয়েতাকে দিয়ে গোল করিয়েছিলেন তিনি। অলিম্পিক লিঁওর এই তারকা ফরোয়ার্ডের প্রশংসা করে নেইমার বলেন, ‘পাকুয়েতা দুর্দান্ত ফুটবলার। প্রতিটি ম্যাচেই সে আরও ভালো হয়ে উঠছে। ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কেটেছে তার এবং এখানেও দেখাচ্ছে যে, ব্রাজিলের হয়ে সে কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার হতে পারে। খুব কঠিন ম্যাচ ছিল এটি, দুর্দান্ত লড়াই হয়েছে। ওরা অনেক শক্তিশালী দল, তবে কঠিন সময়টা উতরাতে পেরেছি আমরা।’