আফগানদের হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ভারত।
ভারতীয় একটি গণমাধ্যম নিউজিল্যান্ড এর সঙ্গে পরাজয়ের পর তাদের এক প্রতিবেদনের শিরোনাম করেছিল \”শেষ চারে যেতে গেলে কোহলীদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে\”। তাদেরই ভাষ্যমতে দুধের প্রথম শিশু আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ প্রথম জয়ের দেখা পেল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর ২০০৭ টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা শুরু করেছিল পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে বিরাট কোহলিরা আরও বড় ধাক্কা খায়। এতে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ার শঙ্কা জাগে তাদের। তবে আজ (বুধবার) জিততেই হবে এমন সমীকরণ নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। বিশ্বকাপে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন উপায় ছিল না তাদের।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানরা। আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২১১ রানের লক্ষ্য দেয় বিরাট কোহলিরা। উদ্বোধনি জুটিতেই ১৪০ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ঝোড়ো ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন। রোহিত-রাহুলের অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ অভার ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১০ রানের পুঁজি পেয়েছে ভারত। এটি চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রোহিত ৪৭ বলে ৭৪ ও রাহুল ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন।

আফগানিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন গুলবাদিন নাইব ও কারিম জানাত। রশিদ খান উইকেট না পেলেও ৪ ওভারে দেন ৩৬ রান।

ভারতের দেয়া বিশাল লক্ষ্যের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটারদের। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ শাহাজাদ সাজঘরে ফেরেন মোহাম্মদ শামির বলে শূন্য রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানরা দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলারদের তোপে। হজরতউল্লাহ জাজাই ১৩ (১৫) রানে ফেরেন জসপ্রিত বুমরার বলে ক্যাচ দিয়ে।

তিন নম্বরে ব্যাট করতে এসে রাহমানুল্লাহ গুরবাজ ১৯ (১০) রান করে ফেরেন রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দিয়ে নাজিবুল্লাহ জার্দানকে ১১ (১৩) রানে বোল্ড করে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। মোহাম্মদ নবী খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাটা পড়েন শামির বলে। ৩২ বলে ৩৫ রান করেন আফগান অধিনায়ক। শেষ দিকে কারিম জানাতের ৪২ (২২) রানের ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। আফগানরা কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে থামে ১৪৪ রানে।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন শামি, ২ উইকেট নেন অশ্বিন, ১টি করে নেন বুমরাহ ও জাদেজা। আফগানিস্তানের বিপক্ষে ভারতীয়রা ম্যাচ জিতেছে ৬৬ রানে। যার ফলে ভারতের রানরেট দাঁড়িয়েছে ০.০৭৩ এ। এই জয়ের ফলে সেমিতে ওঠার স্বপ্ন টিকিয়ে রেখেছে বিরাট কোহলির দল।