মালদ্বীপে টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ

সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এই আসরে লাল সবুজের প্রতিনিধিরা চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে হৃদয়, রামহিম ও নাফিজেরা ৩-২ সেটে হারিয়েছে। অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে তারা দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন।

হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে হারালেও নাফিজ হেরে যান। ম্যাচে বাংলাদেশ ২-১ এ এগিয়ে ছিল। এরপর বোর্ডে নামেন রামহিম। কিন্তু রামহিমকে হারিয়ে ২-২ সমতায় আনে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল তখন শেষ অঙ্কে। হৃদয়কে ঘিরে সব আশা ভরসা ছিল। হৃদয় শেষমেশ দেশবাসীকে হতাশ করেননি।

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে সেখানে আসেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইমিশনার শেখ আবুল কালাম আজাদ। বাংলাদেশি প্রবাসীরাও অনেকে ছিলেন।

Scroll to Top