ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টাইগাররা মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে।

পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে এলেন স্পিনার তাইজুল ইসলাম। আগেই সিরিজ জিতে নেওয়ায় বেঞ্চ শক্তি পরখ করে দেখার সুযোগ ছিল বাংলাদেশের। তবে ব্যাটিংয়ে কোনো বদল আনেনি টিম ম্যানেজমেন্ট। আগের দুই ম্যাচের মতো আজও বসে থাকতে হচ্ছে এনামুল হক বিজয়কে।

গায়ানায় একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজও। কাইল মায়ার্সের জায়গায় সুযোগ পেলেন কিচি কার্টি। আজ হারলে হোয়াইটওয়াশ হবে স্বাগতিকেরা। বাংলাদেশের বিপক্ষে ২৭ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), রভমেন পাওয়েল, শামার ব্রুকস, ব্রেন্ডনস কিং, কিচি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, আকিল হোসেন।