বোলারদের র‍্যাংকিংয়ে মোস্তাফিজুর সেরা দশে

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে মোস্তাফিজুর রহমান সেরা দশে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ে সফরে শেষ ওয়ানডেতে ভালো করে কাটার মাস্টারের ৬ ধাপ উন্নতি হয়। সেই ম্যাচে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামও দারুণ খেলে উন্নতি করেছেন ১৮ ধাপ।

গতকাল বুধবার আইসিসির প্রকাশিত সবশেষে র‍্যাংকিংয়ের ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে ১০ নম্বরে আছেন মোস্তাফিজ। তাইজুল ৪৬৯ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৫৩তমস্থানে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করেন বাঁহাতি মোস্তাফিজ। তাইজুল নিয়েছেন ২ উইকেট।

তবে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। দুই ধাপ পিছিয়ে ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনি অষ্টম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে যা সেরা অবস্থান।

ব্যাটিং র‍্যাংকিংয়ে আগের ১৬তম থাকা বাংলাদেশের সেরা অধিনায়ক তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। জিম্বাবুয়ে সফরে বিশ্রাম নেওয়া সাকিব আল হাসানেরও দুই ধাপ অবনতি হয়ে আছেন ৩২তম স্থানে।

ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষেই আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেরা পাঁচে যথাক্রমে অন্যরা হলেন ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি।

এদিকে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের শীর্ষ অবস্থানেই আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। পরের চারটি অবস্থানে রয়েছেন জসপ্রিত বুমরাহ, জশ হেজেলউড, মুজিব উর রহমান (একধাপ করে এগিয়ে) শাহীন শাহ আফ্রিদি (দুই ধাপ পিছিয়ে)।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাকিব আল হাসান।

Leave a Comment