শ্রীলংকাকে হারিয়ে দাপুটে জয়ে আফগানিস্তানের শুভ সূচনা

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে বিধ্বস্ত করে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করা লংকানরা মাত্র ১০৫ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১০ ওভার থাকতেই জয় তুলে নেয় আফগানরা।

শনিবার দিবাগত রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। তবে আফগান বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারায় আয়োজক দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করে রান আউট হন ভানুকা রাজাপাকসে। এছাড়া ৩১ রান করেন চামিকা করুনারত্নে। দানুশকা গুনাথিলাকা ১৭ রান করলে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকী পান সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট লাভ করেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে ৮৩ রান তুলে ফেলেন। গুরবাজ হাসারাঙ্গার বলে বোল্ড হলেও মাত্র ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। জাজাই ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১৫ রান করেন ইব্রাহিম জাদরান।