নেইমার সেরা, তার সাথে আমার বিশাল পার্থক্য : ডেম্বেলে

বহু কাঠখড় পুড়িয়েই বার্সেলোনা তাকে দলে নিয়েছে। নেইমারের শূন্যস্থান পূরণ করতেই তাকে আনা। নেইমারের রেখে যাওয়া ১১ নম্বর জার্সিটাই পেয়েছেন উসমান ডেম্বেলে। তবু নিজেকে নেইমারের বিকল্প ভাবতে রাজি নন তিনি। আনুষ্ঠানিকভাবে বার্সার জার্সি গায়ে চাপাবার পর ন্যু ক্যাম্পে হাজির হয়ে বলেছেন অনেক কথা।

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আসা ডেম্বেলে ১৭ হাজার সমর্থকদের সামনে বলেন, \’নেইমার ও আমার মধ্যে বিশাল পার্থক্য। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি খুবই তরুণ। দিন দিন আমি উন্নতি করছি। উন্নতি করার ও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।\’

বার্সায় খেলবেন লিওনেল মেসির মতো মহাতারকার পাশে। তা নিয়ে বেশ রোমাঞ্চ ২০ বছর বয়সী ফরাসী ডেম্বেলের, \’লিওনেল মেসির পাশে খেলতে পারাটা আনন্দের ও সম্মানের ব্যাপার। আমি তার কাছ থেকে শিখতে চাই। তিনি অসাধারণ খেলোয়াড়, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।\’

সবার স্বপ্ন থাকে বড় ক্লাবে খেলার। তারও ছিলো। বললেন, \’আমি ছোট বেলা থেকেই বার্সার হয়ে সবসময় খেলতে চেয়েছি। আমি তাদের সব ম্যাচ দেখেছি। বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া এটা বিশ্বের সেরা ক্লাব। আমি আশা করি, বার্সেলোনায় অনেক শিরোপা নিয়ে আসতে পারব।\’

চলতি মাসের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে টেনে নেয় পিএসজি। ওদিকে বরুশিয়া থেকে ১০ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ডেম্বেলেকে দলে নিল ব্লুগানাররা। এর সঙ্গে অন্যান্য ভাতা যোগ হয়ে ডেম্বেলের দাম দাঁড়াচ্ছে ১৪ কোটি ৭০ লাখ ইউরো। নেইমারের পর তিনিই বিশ্বের দ্বিতীয় দামি তারকা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top