ব্রেইন টিউমারের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে রুবেল

ব্রেইন টিউমারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন এই স্পিনার।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে রুবেল লিখেন, ‘বাবা তোমাকে মিস করব। শুভাকাঙ্ক্ষিরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসব সবার মাঝে। ভালোবাসি সবাইকে।’

এর আগেও গত মঙ্গলবার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে রুবেল লেখেন, ‘ইনশাআল্লাহ্, পরশু (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে যাচ্ছি অস্ত্রোপচারের জন্য। সবাইকে ফোন করে বলা খুব কঠিন, আমি সত্যিই দুঃখিত। শুধু একটা কথা বলতে চাই, আমি সবার কাছ থেকে যে দোয়া আর ভালোবাসা পেয়েছি, আপ্লুত। চির ঋণী হয়ে গেলাম, কীভাবে ঋণ শোধ করব জানি না।’

গত সপ্তাহে তার এই জটিল রোগটি ধরা পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী  রুবেলের ব্রেইন টিউমার সম্পর্কে বলেন, ‘রুবেলের ব্রেইনে গ্লিওমা নামে একটি টিউমার হয়েছে। এটা এখনো ওরাল স্টেজে আছে। অপারেশন ছাড়া বোঝা যাচ্ছে না। তবে অপারেশনের পর বোঝা যাবে এটা কতটুকু ক্ষতিকর।’

রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লাখ টাকা। ইতিমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ক্রিকেটার।

Scroll to Top