অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছে না পাকিস্তান

এতো বিলাসিতা দেখানোটা কী ঠিক হলো, পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট এখন এমনটা ভাবতেই পারেন! দ্বিতীয় সারির পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দাঁড়াতেই পারছে না। টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে অজিরা।

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা টানা খেলার মধ্যে ছিলেন, এদিকে সামনে বিশ্বকাপ। দুই মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজে দলের নিয়মিত পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ, বারব আজম, ফখর জামান, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদিকে দলের বাইরে রেখেছে দলটি। এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতে ভালোই ভোগাচ্ছে পাকিস্তানকে।

\"\"

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকরা। বুধবার তৃতীয় ম্যাচে প্রথমে বোলিং করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৬৬ রানে আটকে দিলে মনে হচ্ছিল পাকিস্তানিরা হয়তো ঘুরে দাড়াচ্ছেন! কিন্তু কিসের কী, ব্যাটিংয়ে হযবরল পাকিয়ে ১৮৬ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত ৯০ রানে হেরেছে পাকিস্তান।

টানা তিন জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ৩-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। অর্থাৎ সিরিজেই দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া।

\"\"

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৬৬ রানের জবাব দিতে নেমে পাকিস্তানের পক্ষে বড় ইনিংস বা কার্যকরি জুটি গড়তে পারেননি কেউ। অপর দিকে প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত পেস এবং অ্যাডাম জাম্পার স্পিন মিলিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

\"\"

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ করেছেন ইমাম-উল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ করেছেন ইমাদ ওয়াসিম। এর আগে অ্যারন ফিঞ্চের ৯০ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৭১ রানের ওপর দাঁড়িয়ে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

Scroll to Top