আহতদের রক্ত লাগবে, মানবতায় এগিয়ে আসুন: সাব্বির

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২১টি ইউনিট। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে এখনও কিছু সংখ্যক লোক বন্দি আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারে কাজ করছেন সেনা-বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পেসার রুবেল হোসেনর মত হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে এগিয়ে আসতে বললেন। 

বিকেল ৫টার দিকে সাব্বির হোসেন তার অফিসিয়েল ফেসবুক পেজে লেখেন, \’আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।\’

Scroll to Top