হবিগঞ্জে সড়ক দুঘটনায় আহত ২ জনের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জের বড়চর এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এরা হলেন চুনারুঘাট উপজেলার পান্না আক্তার (২৫) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন খায়রুন নেছা (৩৫), শিশু নিলয় (৫), আলিছা বেগম (৩৪), নিলা আক্তার (৩২), পান্না বেগম (২৮), রুমেলা বেগম (২৬), আলহাদী বেগম (৩২), আহাদ (১৯)।

জানা যায়, শুক্রবার রাত ৮টায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধধীন অবস্থায় মধ্যরাতে তাদের মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল