বন্ধুদের বাড়িতে দাওয়াত করে জুতা দেখালেন রোনালদো (ভিডিও)

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো শুক্রবার বেশ কয়েকজন বন্ধুকে মাদ্রিদে নিজের বাড়িতে দাওয়াত করেছিলেন। তবে বিশেষ ধরনের খাবার মেন্যু সাজিয়ে ভুরিভোজ করানোর জন্য নয়। রোনালদো অতিথিদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের সংগ্রহে থাকা বাহারী সব বুট তথা জুতা দেখানোর জন্য!

সম্প্রতি ৩২ বছর বয়সী রোনালদোর মাঠের সব অর্জন-কীর্তিকে সম্মান দেখানোর জন্য বিশেষ এক ধরনের বুট বা জুতা বানিয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। অন্তত আরামদায়ক বিশেষ এই বুটের সবচেয়ে বড় মাজেজা হলো, ফ্ল্যাডলাইটের আলোতে বুটটি থেকে আলোর বিচ্ছুরণ ঘটবে। সেই আলোতে আপাদমস্তক আলোকিত হবেন রোনালদো। মাঠে তাকে দেখা যাবে ঠিক সুপারম্যানদের মতো।
হীরক-সদৃশ্য সাদা রঙের বিশেষ এই বুটই শুধু নয়, ড্রমিংরুমের জুতার শোকেজে থরেথরে সাজানো রয়েছে নানা রঙের, নানা ডিজাইনের দামী দামী সব জুতা। সিআর৭ নামের সেই জুতার শোকেজে স্থান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে পাওয়া বেশ কয়েকটি সোনার জুতাসহ নানা ব্র্যান্ডের হরেক রকমের জুতা। যা দেখে আমন্ত্রিত অতিথিরা অভিভূত। রিয়ালের পর্তুগিজ তারকা বন্ধুদের জুতা প্রদর্শনের সেই কর্মটি আবার বিশ্বজুড়ে নিজের অগণিত ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে ভিডিও পোস্টের মাধ্যমে।
https://youtu.be/P9pBgmc9Tsk
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ