মৌলভীবাজারে মা-মেয়ে খুনের প্রধান আসামি গ্রেফতার

আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের প্রধান আসামি আজগর আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রোববার (৭ জুন) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। এরআগে শনিবার (৬ জুন) রাতে আসামির নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য, গত শুক্রবার (০৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

আব্দুছ ছালেক জানান, আজগর আলী ১৬৪ ধারায় খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে তিনি বলেন, পূর্ব আক্রোশের জেরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঘরে ঢুকে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করেন তিনি।